মাসুদ রানা

বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্সের
এক দুর্দান্ত, দুঃসাহসী স্পাই
গোপন মিশন নিয়ে ঘুরে বেড়ায় দেশ-দেশান্তরে।
বিচিত্র তার জীবন। অদ্ভুত রহস্যময় তার গতিবিধি।
কোমলে কঠোরে মেশানো নিষ্ঠুর, সুন্দর এক অন্তর।
একা।
টানে সবাইকে, কিন্তু বাঁধনে জড়ায় না।
কোথাও অন্যায়-অবিচার-অত্যাচার দেখলে
রুখে দাঁড়ায়৷
পদে পদে তার বিপদ শিহরন ভয়
আর মৃত্যুর হাতছানি।
আসুন, এই দুর্ধর্ষ, চিরনবীন যুবকটির সঙ্গে
পরিচিত হই।
সীমিত গণ্ডিবদ্ধ জীবনের একঘেয়েমি থেকে
একটানে তুলে নিয়ে যাবে ও আমাদের
স্বপ্নের এক আশ্চর্য মায়াবী জগতে।




Masud Rana

A brilliant and daring spy of
Bangladesh Counter Intelligence,
He roams from country to country on secret missions.
His life is extraordinary, his movements are mysterious.
A heart both cruel and beautiful, blending softness with stone.
Alone.
He attracts everyone in, yet never binds himself.
Wherever he witnesses injustice, oppression, or tyranny,
He stands firm against it.
With every step, danger looms, shivers of fear,
And the shadow of death beckons.
Let's get acquainted with this fearless, ever-green man.
He will accompany us away
from the monotony of our limited, confined lives
Into a wondrous, magical world of dreams.